বন্যা কবলিত এলাকায় ত্রাণ দিলেন সঙ্গীত শিল্পীরা
ময়নাগুড়ি: শুধু মঞ্চে গান পরিবেশন নয়, সামাজিক কাজেও এগিয়ে এলেন শিল্পীরা। গত ৫ অক্টোবর ময়নাগুড়ি ব্লকের জলঢাকা নদী সংলগ্ন এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়। প্রচুর মানুষ তাদের বাড়ি ঘর ছেড়ে আশ্রয় নিয়েছেন বাঁধের উপর। বিভিন্ন সংগঠন এগিয়ে এসেছেন সহযোগিতার জন্য। শুক্রবার সেই ক্ষতিগ্রস্ত তারা বাড়ি এলাকায় ত্রাণ সামগ্রী নিয়ে এলেন বেঙ্গল স্টেজ পারফর্মার গিল্ড। এদিন সংগঠনের হুগলি জেলা কমিটি, রাজ্য কমিটি এবং উত্তরবঙ্গ কমিটির পক্ষ থেকে এই ত্রাণ পৌঁছে দেওয়া হয়। উল্লেখ্য, এই সংগঠনের এদিনের ত্রাণ বিতরণ দ্বিতীয় দিনে। প্রথম দিকে সংগঠনের উত্তরবঙ্গ কমিটি এলাকায় বস্ত্র তুলে দিয়েছেন। দ্বিতীয় দিনে চাল, ডাল, মশলা, মুড়ি সহ বিভিন্ন সামগ্রী তুলে দেন। জানা গিয়েছে, সংগঠনের রাজ্য সম্পাদক সুমিত গাঙ্গুলির নির্দেশে হুগলি জেলা কমিটির বিশেষ সহযোগিতায় উত্তরবঙ্গ কমিটির সদস্যরা এদিন ক্ষতিগ্রস্ত এলাকায় এসে ত্রাণ সামগ্রী তুলে দেন পরিবার গুলির হাতে।

 
				 
					 
										
									 
										
									