বন্যা দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছে দিলেন ডঃ হরেকৃষ্ণ হালদার শ্রী খোল একাডেমি
ময়নাগুড়ি: বন্যা দুর্গত পরিবার গুলির পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন বিভিন্ন সংগঠন। বৃহস্পতিবার ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ নিয়ে হাজির হলেন ডঃ হরেকৃষ্ণ হালদার শ্রী খোল একাডেমি। এদিন তারা এই এলাকায় নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন চাল, ডাল, আলু, সয়াবিন, তেল, মশলা, বিস্কুট, নতুন বস্ত্র সহ নানান জিনিস। এদিন তারা ক্ষতিগ্রস্ত পরিবার গুলির হাতে তুলে দেন এই সামগ্রী। উল্লেখ্য, সংগঠনের পক্ষ থেকে বন্যায় দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন এলাকায় গিয়ে সাহায্য প্রার্থনা করেছিলেন। সেই অর্থেই এই ত্রাণ বিলি করেন এদিন। এই কাজে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রামমোহন রায়, সমাজসেবী আবু আলম, একাডেমির কর্ণধার বাবলু রায় সহ সদস্যরা। এদিন বন্যা কবলিত এলাকায় এসে সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া জানাতে গেলে কান্নায় ভেঙে পড়েন সংগঠনের কর্ণধার বাবলু রায়।

 
				 
					 
										
									 
										
									