বন রক্ষার কাজে পুনর্বহালের দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা, কোচবিহার : হঠাৎ করে গণ্ডার সংরক্ষণ প্রকল্পের কাজ প্রত্যাহারের নোটিশ জারি হওয়ায় আজ সকাল থেকে পাতলাখাওয়াতে অবস্থিত পুণ্ডিবাড়ি বনবিভাগের রেঞ্জ অফিসের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানে বসলেন ৩২ জন অস্থায়ী বনকর্মী। তাঁদের দাবি গত ৩ বছর আগে পাতলাখাওয়ার জঙ্গলে গন্ডার সংরক্ষণ প্রকল্পের জন্য ডেইলি লেবার হিসেবে তাদেরকে বন পরিচালন কমিটির মাধ্যমে নিয়োগ করা হয়েছে। তখন থেকেই তারা কাজ করে যাচ্ছেন। এরপরেই আজ সেই কাজ প্রত্যাহারের নোটিশ জারি করা হয়। এরপরেই পুনর্বহালের দাবিতে আজ ওই ৩২ জন অস্থায়ী বনকর্মী পুণ্ডিবাড়ি রেঞ্জ অফিসের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভে বসেন। যতক্ষন না পর্যন্ত তাদের ওই কাজে পুনর্বহাল করা হবে ততক্ষণ অবস্থান কর্মসূচি চলবে বলে জানা গেছে।

বিষয়টি নিয়ে জেলা বনাধিকারিক বিমান বিশ্বাস বলেন ওই ৩২ জনকে গণ্ডার সংরক্ষণ প্রকল্পের জন্য ডেইলি লেবার হিসেবে নেওয়া হয়েছে। পাঁচ মাস থেকে তাদের বেতন বকেয়া রয়েছে। পাঁচ মাস যাবৎ এই প্রকল্পের কোনরকম ফান্ড আসছে না। যেহেতু প্রকল্পটি বন্ধ হয়নি তাই পরবর্তী ফাণ্ড এলে তাদের বকেয়া মিটিয়ে দিয়ে আবার কাজে পুনর্বহাল করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *