বন সহায়ক পদে বহিরাগতদের নিয়োগ, ডেপুটেশন নাথুয়া রেঞ্জ অফিসে

ধূপগুড়ি: ধূপগুড়ি ব্লকের নাথুয়া রেঞ্জ অফিসে বিক্ষোভ এবং ডেপুটেশন দিল বনবস্তি এলাকার পরীক্ষার্থীরা। বেশ কিছু দিন আগে বনসহায়ক পদে রাজ্য সরকারের তরফ থেকে কর্মী নিয়োগ করা হয়। কিন্তু সেই কর্মী নিয়োগে স্বজনপোষন সহ দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান নাথুয়া রেঞ্জ এলাকার বনবস্তিবাসী সহ পরীক্ষার্থীরা। তাদের অভিযোগ, বনসহায়ক কর্মী পদে বনবস্তি এলাকার পরীক্ষার্থীদের নিয়োগ না করে স্বজন পোষন করে শহরের যুবকদের চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ। অথচ বহুদিন থেকে হাতি তাড়ানো থেকে বন রক্ষার কাজ করে আসছেন তারা। অবিলম্বে এই নিয়োগ প্রত্যাহার করে বনবস্তি এলাকার পরীক্ষার্থীদের জন্য সহায়ক কর্মী হিসেবে নিয়োগ করার দাবি তোলেন। তাদের দাবি, বন সহায়ক পদে বহিরাগতদের নিয়োগ করতে তারা দেবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *