বর্ষার মরসূমে গোখরো সাপ উদ্ধার রায়গঞ্জে

বিশ্বনাথ সিংহ,রায়গঞ্জ:বর্ষার মরশুমে বর্ষা শুরু হতেই বেড়েছে সাপের উপদ্রব।দেখা দিচ্ছে যত্রতত্র বিষযুক্ত ও বিষবিহীন সাপের।কখনো বাড়িতে বা বাড়ির চারপাশে শোয়ার ঘরে,কখনো রান্নাঘরে তো আবার কখনো আবর্জনা যুক্ত কোন জায়গায়।আজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের পার্বতী সুন্দরী হাইস্কুলের মিড ডে মিলের স্টোর রুম থেকে একটি চার ফুটের গোখরা উদ্ধার হয়। আতঙ্কিত শিক্ষক-শিক্ষিকারা উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিমেলস নামে একটি পশুপ্রেমী সংস্থার অফিসে ফোন করলে সংস্থার প্রশিক্ষিত সদস্য অগ্নি মোদক ও আদিত্য আগরওয়াল সাপটিকে উদ্ধার করেন। অপরদিকে রায়গঞ্জের বাহিন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চাপদুয়ারের নারায়ণপুর থেকে অমিত রাজভরের বাড়ির পায়রার খোপ থেকেও সংস্থার প্রশিক্ষিত সদস্য ভাস্কর নাগ ও রবীন্দ্র সরকার‌ একটি গোখরো উদ্ধার করেন। সাপগুলিকে উদ্ধার করার পর সংস্থার পক্ষ থেকে এলাকায় জনসাধারণের উদ্দেশ্যে সচেতন করা হয়।কোনো কারণে সাপে কামড়ানোর কোন ঘটনা এলাকায় ঘটলে রোগীকে যাতে ওঝা বা গুণীর কাছে না নিয়ে গিয়ে যাতে সোজা হাসপাতালে ভর্তি করা হয় সেগুলিও পরামর্শ দেওয়া হয়।সংস্থার সম্পাদক গৌতম তান্তিয়া এলাকার জনসাধারণকে সর্বদা সাপের উপদ্রব থেকে সতর্ক থাকতে বলেছেন।উদ্ধার হওয়া সাপগুলিকে আজ বনদপ্তরের সহযোগিতায় জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *