বসন্ত উৎসবত মাতি উঠিল কামাখ্যাগুড়ি শহীদ ক্ষুদিরাম কলেজের পড়ুয়ালা
উজ্জল অধিকারী, কামাখ্যাগুড়ি, ১৭ মাৰ্চঃ বৃহস্পতিবার বসন্ত উৎসবত মাতিল কামাখ্যাগুড়ি শহীদ ক্ষুদিরাম কলেজের ছাত্র-ছাত্রীলা। জানা গেইছে, ডুয়ার্সের কুমারগ্রাম ব্লকের ঐতিহ্যবাহী শহীদ ক্ষুদিরাম কলেজেত প্রতি বছর এই দিনটা নাচে গানে বসন্ত উৎসবে মাতি উঠে কলেজ পাঠরত ছাত্ৰ-ছাত্ৰী থাকি শুরু করে প্রাক্তন ছাএলাও। তৃণমূল ছাত্র পরিষদের নেতা রোশন মাহাতো জানায় শহীদ ক্ষুদিরাম কলেজেত বসন্ত উৎসব প্রত্যেক বছর আয়োজন করা হয় প্রচুর ছাএ-ছাত্রী এই দিনটাত উপস্থিত থাকি বসন্ত উৎসবত মাতি উঠে । অন্যপাখে তৃণমূল ছাত্র পরিষদ নেতা নাজিবুল খান জানায় প্রচুর ছাএ-ছাত্রীগিলার ভীড় এদিন লক্ষ করা যায়।আমরা সগায় আনন্দে মাতি উঠির পায়া হামার স্যারদের অনেক ধন্যবাদ জ্ঞাপন করিছি।