বসন্ত উৎসবে মেতে উঠলেন করণদিঘী বিধানসভার বিধায়ক গৌতম পাল
ধর্মের সিংহ,করণদিঘী: উত্তর দিনাজপুর জেলা করণদিঘী বিধানসভা বিধায়ক গৌতম পাল শুক্রবার বসন্ত উৎসব মেতে উঠলেন করণদিঘী বাসীদের সঙ্গে। এদিন বিধায়ক গৌতম পাল করণদিঘীর রাহুল মঞ্চ থেকে বাসস্ট্যান্ড হাইস্কুল পাড়া দিয়ে পদযাত্রা করে করণদিঘী ডুকিভিটা নিজের বাড়িতে এসে পূজা অর্চনা করে, কচি কাচাদের সাথে রং খেলে বসন্ত উৎসবে মেতে উঠেন। পাশাপাশি এদিন করণদিঘী বিধানসভা তৃণমূল কংগ্রেসের কর্মী সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরাও বসন্ত উৎসবে মেতে উঠেন।
বিধায়ক গৌতম পাল বলেন, প্রতিবছরের মতো এবারও দোল উৎসবের শুভেচ্ছা জানাই করণদিঘী বাসীকে। উপস্থিত ছিলেন বিধায়ক গৌতম পাল, জেলা পরিষদের সদস্য পম্মা পাল, পঞ্চায়েত সমিতির সভাপতি কামরুজ্জামান সহ অন্যান্যরা।