বস্ত্র বিতরণ এবং শ্মশান ঘাটের শুভ উদ্বোধন করলেন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন
বিদ্যুৎ কান্তি বর্মন,ঘোকসাডাঙ্গা:
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ২৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সারা রাজ্যের পাশাপাশি মাথাভাঙ্গা বিধানসভার বিভিন্ন অঞ্চলের দলীয় অফিসে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ২৪ তম প্রতিষ্ঠা দিবস পালন করল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।২৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মাথাভাঙ্গা ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের নিউ চ্যাংড়াবান্ধা কার্যালয়ে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা রাজ্যের অগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের ২৪ তম প্রতিষ্ঠা দিবস পালন করেন।দলীয় সূত্রে খবর ১৯৯৮ সালে ১লা জানুয়ারি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলটি প্রতিষ্ঠিত হয়।দেখতে দেখতেই
তৃণমূল কংগ্রেস ২৪ তম প্রতিষ্ঠা দিবসে পাড়ি দিয়েছে। সেই উপলক্ষেই শুক্রবার মন্ত্রী পচাগর অঞ্চলের সিতাই মোড়ে, মাথাভাঙ্গা শহরের মেলার মাঠে এবং পারডুবি ও প্রেমেরডাঙ্গা অঞ্চল মিলে প্রায় ২৫০০ দুস্থ মানুষের হাতে শীত বস্ত্র তুলে দেন। এবং এর পাশাপাশি নতুন বছর উপলক্ষে মাথাভাঙ্গা বিধানসভার পচাগর গ্রাম পঞ্চায়েত এলাকার বাইশগুড়ি বেলতলায় প্রায় ২৫ লক্ষ টাকা ব্যয় করে শ্মশানঘাটের শুভ সূচনা করেন তিনি।