বস্ত্র বিতরণ সহ সামাজিক কর্মসূচি

বস্ত্রদান ও অন্নদান শিবির ব্যবস্থাপনায পদ্মশ্রী করিমুল হক ও পরিচালনায় হুগলি জেলার রিষরা পর্যটক।অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ক্রান্তি ব্লকের প্রত্যয়ান্ত বনাঞ্চল ষোলো ঘরিয়া প্রাইমারি স্কুলে মাঠে। জানা গেছে হুগলির জেলার রিষরা কয়েকটি পরিবার নিজেদের উদ্যোগে 15 তম বস্ত্রদান ও অন্য দান শিবির আয়োজন করেছেন। উনাদের স্লোগান চলবো মোরা একসাথে জয় করব মানবতাকে। ব্যবস্থাপক তথা পদ্মশ্রী করিমুল হক বলেন হুগলি জেলার রিষরা গুটিকয়েক পরিবার মানুষের সেবার কাজে নিজেদের আর্থিক সহায়তায় আমাদের জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের বন বস্তি এলাকা মানুষকে যে সহায়তা করলেন তার জন্য পর্যটক সকলকেই অনেক অনেক ধন্যবাদ। পর্যটক এর সভাপতি অরুণ সেন জানালেন আমরা 50 টি পরিবার মিলে প্রতিবছর কোন না কোন গ্রাম্য এলাকায় মানুষদের জন্য সামান্যতম সহায়তা করার চেষ্টা করি। সেইমতো এবার আমাদের 15 তম বর্ষে পদ্মশ্রী করিমুল হক মহাশয় এর ব্যবস্থাপনায় বনবস্তি এলাকার মানুষদের বাচ্চাদের স্কুল ব্যাগ ,জামা কাপড় ,খেলনা এবং বড়দের শাড়ি ,লুঙ্গি, ধুতি ,কম্বল ,সোয়েটার প্রয়োজনীয় জামাকাপড় বিতরণ করি এবং এত এলাকার এক হাজারের উপরে মানুষকে এক বেলা খাবারের ব্যবস্থা করেছি। স্থানীয় ছেলেদের সাথে আমাদের পর্যটকদের একটি প্রীতি ম্যাচের আয়োজন করা হয় এবং পর্যটন দলের পক্ষ থেকে সন্ধ্যাবেলায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হইবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মশ্রী করিমুল হক ,ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় ,ক্রান্তি ফাঁড়ির ওসি সুব্রত গুন, ময়নাগুড়ি বি এড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মনোজ সাহা, আপাল চাঁদ রেঞ্জ অফিসার দিজো প্রতিম সেন , ষোলো ঘরিয়া জুনিয়র স্কুলের প্রধান শিক্ষিকা দেব মালা বসু ও ষোলো ঘরিয়া প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক সোহেল আলম। অনুষ্ঠানটি কে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উৎসাহ চোখে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *