বাঁধ ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন গাজোলের বাসিন্দারা
আব্দুল ওহাব,গাজোল: জলের স্রোতে ভেঙ্গে গেল বাঁধের কিছু অংশ, যার ফলে বেশ কয়েকটি গ্রামের মধ্যে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায় ঘটনাটি ঘটেছে মালদা জেলার গাজোল ব্লকের সালাই ডাঙ্গা অঞ্চলের কুতুবপুর এলাকার ঘটনা। জানা যায় কুতুবপুর এলাকার নদীর পাশ দিয়ে বেশ কয়েকটি গ্রাম গড়ে উঠেছে সে সমস্ত গ্রামগুলি যোগাযোগ ছিল এর উপর দিয়ে কিন্তু নদীতে জল বেড়ে যাওয়ায় সেই জল নদীর উপর প্লাবিত হতে শুরু করে প্লাবিত হয়ে যায় বিভিন্ন এলাকা এলাকার ওপর দিয়ে প্লাবিত হতে থাকে জল অত্যাধিক হয়ে যায় জলের স্রোতে ভেঙে যায় বাত বাঁধ ভেঙ্গে কৃষি জমি সহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে যায় যার কারণে বিচ্ছিন্ন হয়ে যায় এলাকা এই এলাকায় কেউ নৌকায় করে চলাচল করছে এলাকার বাসিন্দারা তবে বলেন যাদের নৌকা নেই তাদের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে যার ফলে এলাকাবাসীর অভিযোগ করে জানিয়েছেন যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় বাজার হাট দোকান বন্ধ হয়ে যায় প্রত্যেকটি ঘরে ঘরে এছাড়াও অনেকবার জানানো হল সরকারিভাবে কোনো উদ্যোগ নেই বাদ সংস্কারের।