বাঁশ ঝাড় থেকে উদ্ধার ৭ ফুট লম্বা অজগর
ময়নাগুড়ি, ৩অক্টোবর : আবার অজগর উদ্ধার হলো লোকালয় থেকে। শনিবার ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি ২নং গ্রাম পঞ্চায়েতের নিরেন্দ্রপুর এলাকা থেকে প্রায় ৭ ফুট লম্বা অজগর উদ্ধার হয়। জানা যায়, এই অজগরটি বার্মিস প্রজাতির । শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ একটি বাঁশ ঝাড়ে সাপটিকে স্থানীয়রা দেখতে পান। এরপর খবর দেওয়া হয় ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠনকে। সংগঠনের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং সাপটিকে নিরাপদে উদ্ধার করেন। জানা যায়, সাপটিকে উদ্ধারের সময় বাঁশ ঝাড় থেকে সাপটি পাশে থাকা পুকুরে পড়ে যায়। এরপর স্থানীয় মানুষ এবং পরিবেশ প্রেমীদের সহযোগিতায় সাপটিকে নিরাপদে উদ্ধার করা হয়। এরপর এই সাপটিকে বন দফতরের হাতে তুলে দেন বলে জানান পরিবেশ প্রেমী সংগঠনের সম্পাদক নন্দু রায়। সাপটিকে পরীক্ষা নিরীক্ষার পর জঙ্গলে ছাড়া হবে বলে বন দফতর সূত্রে খবর।