বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ডুয়ার্সের দুই প্রতিযোগী
ক্ষিরোদা রায়, ধুপগুড়ি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ গোজুরিও ক্যারাটে ফেডারেশনের সহযোগিতায় বাংলাদেশ বাশাআপ এসোসিয়েশনের আয়োজনে আন্তর্জাতিক আমন্ত্রণমূলক ক্যারাটে প্রতিযোগিতায় আমন্ত্রণ পেল ডুয়ার্সের দুই কৃতী সন্তান কৈলাশ বর্মণ ও সুজন মজুমদার ।
বাংলাদেশের সাভার ঢাকায় আগামী ২৭ ও ২৮ ডিসেম্বর বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় কৈলাশ বর্মণ ও সুজন মজুমদার ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন । এই প্রতিযোগিতায় ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা ও মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের স্টার ক্যাটাগরির প্রতিযোগীরা অংশ নেবেন ।
উত্তরের ক্রীড়াঙ্গনে খেলাধুলার উন্নয়নের লক্ষ্যে কৈলাশ বর্মণ ও চিত্তরঞ্জন রায় -এর একান্ত প্রচেষ্টায় এবার বেঙ্গল গোজুরিও ক্যারাটে সংস্থার পক্ষ থেকে যে সমস্ত নামের তালিকা বাংলাদেশে পাঠানো হয়েছে । তাঁর মধ্যে তরাই অঞ্চল থেকে শিব হাজড়া, বরুণ রায়, বিশ্বজিৎ অধিকারী, সুপ্রিয়া সিংহ, বাসন্তী বর্মণ, আয়ুশ দে – নয়টি নামের চুড়ান্ত তালিকা পেশ করে বাংলাদেশ এমব্যাসিতে চিঠি করেন বাংলাদেশ বাশাআপ এসোসিয়েশন ।