বাংলায় চাকরি করতে চাইলে বাংলা শিখতে হবে: মন্ত্রী উদয়ন গুহর বিতর্কিত মন্তব্যে উত্তাল

দিনহাটা: বাংলা ভাষা নিয়ে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের সূচনা করলেন রাজ্য মন্ত্রী উদয়ন গুহ। শনিবার দিনহাটা দুই নং ব্লকের বামনহাট মাধাইখাল মেলার মাঠে অনুষ্ঠিত এক মহা ঋণ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এমনই বক্তব্য দেন তিনি। এই ঘটনায় প্রশ্ন উঠেছে সরকারি আধিকারিকদের সাথে যোগাযোগের ভাষা নিয়ে।

ঘটনার সূত্রপাত হয় সেন্ট্রাল ব্যাংকের লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার জে. এন. ঝা-র বক্তব্য দেয়ার সময়। আমন্ত্রিত অতিথি হিসেবে তিনি তার বক্তব্য দেন হিন্দি ভাষায়। তবে বক্তব্য শুরুর আগেই বাংলায় কথা না পারার জন্য তিনি ক্ষমা চেয়ে নেন। তিনি তার বক্তব্যে জানান, তিনি হিন্দিভাষী হওয়ায় বাংলা ভাষায় কথা বলতে পারছেন না।

কিন্তু মন্ত্রী উদয়ন গুহ এই বিষয়টিকে মেনে নেননি। মঞ্চ থেকেই তিনি ব্যাংক আধিকারিককে লক্ষ্য করে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। মন্ত্রী গুহ বলেন, “বাংলায় চাকরি করতে চাইলে বাংলা ভাষা শিখতে হবে।” তিনি আরও যোগ করেন, “তাছাড়া এটা মহিলাদের অনুষ্ঠান, কাজেই মহিলারা হিন্দি ভাষা বোঝেন না। তাই বাংলায় চাকরি করতে চাইলে বাংলা ভাষা শেখার চেষ্টা করতে হবে।”

মন্ত্রীর এই সরাসরি ও স্পষ্ট ভাষ্য মঞ্চে উপস্থিত সকলকেই কিছুটা অপ্রস্তুত করে তোলে। জানা গেছে, মন্ত্রীর এই মন্তব্যের পর ব্যাংক আধিকারিক জে. এন. ঝা কোন উত্তর দেননি বা প্রতিক্রিয়া ব্যক্ত করেননি।

এই ঘটনাটি বাংলা ভাষার মর্যাদা ও সরকারি কাজকর্মে এর ব্যবহার নিয়ে একটি বড় প্রশ্ন তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *