বাইক-যাত্রীবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ তেলিয়াপাড়ায়
সুব্রত রায়,ধূপগুড়ী: বানারহাট থানার অন্তর্গত তেলিপাড়ার কাশিয়াঝোরা এলাকায় এশিয়ান হাইওয়েতে ছোট গাড়ি ও বাইকের সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন এক বাইক চালক । আহতের নাম জাকির হোসেন পেশায় বিমাকর্মী এবং তিনি কাশিয়াঝোরা এলাকারই বাসিন্দা। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, এদিন দুপুরে বীরপাড়ার দিক থেকে আগত একটি ছোট গাড়ির সাথে অপর দিক থেকে আসা ওই বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। দূর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে ওই বাইক চালক কে উদ্ধার করে বীরপাড়া রাজ্য সাধারন হাসপাতালে পাঠায় । তিনি হেলমেট পরেননি এবং তার মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।