বাইসনের আক্রমণে আহত তিন
বিদ্যুৎ কান্তি বর্মন, ঘোকসাডাঙ্গা :-ফের লোকালয়ে বুনো জন্তুর তাণ্ডব। বুধবার সাত সকালে থেকে মাথাভাঙা ২ব্লকের বড়শৌলমাড়ি গ্রাম পঞ্চায়েতের মুকুলডাঙা এলাকায় তাণ্ডব চালাল একটি বাইসন। বাইসন তান্ডবে উদ্বিগ্ন হয়ে পরে এলাকাবাসী।স্থানীয়রা জানান, সকালে কাজে গিয়ে হঠাৎই বাইসনটি কে নজরে পড়ে। সেই খবর চাউর হতেই মুহূর্তের মধ্যে বাইসনটিকে দেখতে ভিড় জমান পার্শ্ববর্তী গ্রামের এলাকাবাসীরাও । বারবার বন্যপ্রাণীর এভাবে লোকালয়ে বেরিয়ে আসাতে রীতিমতো ক্ষুব্ধ হয়ে পড়ে গ্রামবাসীরা। জঙ্গলের স্বাভাবিক পরিবেশ নষ্ট এবং খাদ্য সংকট হওয়ার কারণেই বন্যপ্রাণীগুলো লোকালয়ে চলে আসছে বলে মনে করছে এলাকার একাংশ। স্থানীয় সূত্রে জানা যায় বাইসনের হানায় আহত হন তিন জন , আহতদের মধ্যে গুরুতর জখম একজন পুরুষ বীরেন বর্মন(৪৫) ও দুজন মহিলা আশা রানী বর্মন ও চঞ্চলা সরকার। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফালাকাটা সুপার স্পেসাল্যিটি হাসপাতালে নিয়েযান। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় মাথাভাঙ্গা ও কোচবিহার বনদপ্তের অধিকরা। জানা যায় দীর্ঘ প্রায় ৫ঘন্টা চেষ্টা চালানো পর বাইসনকে ট্র্যাংগুলাইস করতে সফল হয় বনদপ্তরের কর্মীরা। এ বিষয়ে কোচবিহার জেলা ডিএফও সঞ্জিত কুমার সাহা জানান বাইসনটি কে উদ্ধার করে পাতলাখাওয়া জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। বাইসনের আঘাতে আহত ব্যক্তিদের সরকারি মাধ্যমে চিকিৎসা করা হবে, সরকারি নিয়ম অনুসারে , চিকিৎসার বিলের কাগজ ও স্থানীয় প্রশাসনের সংশয় পত্র জমা দিলে আহত ব্যক্তিদের একাউন্টে টাকা ঢুকে যাবে।