বাজ পড়ে মৃত পরিবারের পাশে দাঁড়ালেন ব্যবসায়ী নন্দলাল সরকার

বিদ্যুৎ কান্তি বর্মন,সিঙ্গিজানি,২৭মে: গত ২৪মে রবিবার দুপুর প্রায় ২:৩০ নাগাদ প্রচন্ড ঝড়বৃষ্টি মাঝে বাজ পড়ে প্রাণ হারান মাথাভাঙা 2 নং ব্লকের দুই বাসিন্দা স্থানীয় সূত্রে জানা যায় বড় শৌলমারী অঞ্চলের মুকুলডাঙ্গা এলাকার মৃত বিনয় বর্মন(৪২) এবং ফুলবাড়ী মোরঙ্গা এলাকার মৃত টোটন বিশ্বাস(২৯) বর্তমানে তাদের পরিবারের লোকজন মানসিকভাবে ভেঙে পড়েছে ।সেই খবর পেতেই ওই দুই পরিবারের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ব্যবসায়ী নন্দলাল সরকার।

ব্যবসায়ী নন্দলাল সরকার জানান ঘটনাটি খুবই মর্মান্তিক ও দুঃখজনক বর্তমানে এই পরিবারের পাশে দাঁড়িয়ে আমি আমার সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি যদিও পরিবারের যে ক্ষতি হয়েছে তা কোনদিনই পূর্ণ হবেনা কিন্তু যতটা সম্ভব আমি চেষ্টা করবো পাশে থাকার। আজ সামান্য কিছু পরিমাণ খাদ্য সামগ্রী ও সামর্থ অনুযায়ী অর্থ তুলে দিলাম এই দুই পরিবার হাতে।

অপরদিকে এলাকাবাসীরা জানান
মাথাভাঙা 2 নং ব্লকের রামঠেঙ্গার এলাকার বাসিন্দা ব্যবসায়ী নন্দলাল সরকার দীর্ঘদিন ধরে অসহায় দুস্ত মানুষদের বিভিন্নভাবে খাদ্য সামগ্রী ও আর্থিক দিকদিয়ে সাহায্য করে আসছেন। ব্যবসায়ী নন্দলাল বাবু মানুষের বিপদ শুনলেই তিনি ছুটে যান এবং নিজের সামর্থ অনুসারে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন বিভিন্ন এলাকায় দুস্থ মানুষদের তিনি বিভিন্নভাবে সাহায্য করেছেন ওনা এই উদার মানুষিকতাকে আমরা এলাকাবাসীরা সাধুবাদ জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *