বাড়িতে জায়গা নেই, বাথরুমেই কাটাতে হচ্ছে করেনা আক্রান্তকে
সুব্রত রায়, ধূপগুড়ি: ঘরে আলাদা থাকার জায়গা নেই তাই বাথরুমেই থাকছেন করোনা আক্রান্ত যুবক। ঠিক এই মর্মান্তিক দৃশ্য দেখা গেল ধূপগুড়িতে। ধূপগুড়ি পৌরসভার ৯ নং ওয়ার্ডের ঘটনা। জানা যায় যুবক একটি বেসরকারি ঋণদানকারী সংস্থায় কাজ করে । গত ৬ই মে সেই যুবকের রিপোর্ট পজেটিভ আসে। তার বাড়িতে বয়স্ক মা বাবা রয়েছে। তাই সংক্রমণ ছড়িয়ে যাওয়ার ভয়ে আলাদা থাকার সিদ্ধান্ত নেয় সে। কিন্তু হোম আইসোলেশন থাকার জন্য আলাদা ঘর নেই। ছোট ভাঙ্গাবাড়ী তার, অন্য কোথাও থাকার ব্যবস্থা নেই তাই বাধ্য হয়েই বাথরুমে থাকছে যুবক। এলাকাবাসীরাও চান দ্রুত সরকারি কোন সেফহোমে সেই যুবককে নিয়ে যাওয়া হোক। ওয়ার্ড কাউন্সিলর অবশ্য জানিয়েছেন পরিবারের তরফ থেকে তাদের সাথে যোগাযোগ করা হয়নি।