বাড়ি তৈরি করা নিয়ে ২ বন্ধুর মধ্যে ঝামেলা
সঞ্জীব কুমার রায়, শিলিগুড়ি: দুই বন্ধু একসাথে বিশ্বাস করে সাধের বাড়ি তৈরি করে নিজেদের মধ্যে ঝামেলায় জড়ায়।মাটিগারা ব্লকের অন্তর্গত শিবমন্দির মাতৃ সরণিতে বাড়ি তৈরি করছেন শ্যামল সাহা ও দিলীপ কুমার সরকার।দিলীপ বাবুর বাড়ি তৈরি হয়ে গেলেও শ্যামল বাবুর বাড়ির কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। প্রথম বাড়ি তৈরীর কাজ শুরুর সময় তাদের মধ্যে সম্পর্ক ভালো থাকলেও ধীরে ধীরে নিজেদের মধ্যে অশান্তি সৃষ্টি হয়। দিলীপ কুমার সরকারের অভিযোগ, শ্যামল সাহাই প্রথম সেই জমি টি পছন্দ করেছিলেন, এরপর দিলীপ বাবু কর্ম ক্ষেত্রে বাইরে থাকার দরুন শ্যামল বাবু বাড়ি তৈরির কাজ কর্ম দেখাসোনা করতেন।সেই সময় বাইরে থেকে টাকা পাঠাতেন দিলীপ কুমার সরকার,অভিযোগ সেই টাকায় নয় ছয় করেছেন শ্যামল সাহা। তিনি দাবি করেন তিনি 15 লক্ষ্য টাকা পান শ্যামল সাহার কাছে। এদিকে আবার বাড়ির বিল্ডিং প্লানেও তার সই জাল করে করা হয়েছে বলে অভিযোগ করেন দিলীপ কুমার সরকার। এই সব বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই অশান্তি দেখা যেত। এরপর তারা দুজনই আঠারোখাই গ্রাম পঞ্চায়েতের দারস্থ হলে গ্রাম পঞ্চায়েতের প্রধান উপ প্রধানরা আলোচনার মাধ্যমে মীমাংসা করার চেষ্টা করেন। এই সব ঘটনা চলতেই বিল্ডিং প্ল্যান নিয়ে উঠে এলো প্রশ্ন,অভিযোগ বিল্ডিং প্ল্যান যা দেখানো হয়েছে সেই অনুযায়ী কাজ হয়নি। একথা শ্যামল সাহা নিজেও শেষে শিকার করেন। ওপর দিকে পাল্টা অভিযোগ জানিয়ে শ্যামল সাহা জানান তার কাছে দিলীপ সরকার কোনো টাকা পাবেন না। বরং তিনিই কাজের সময় বাইরে ছিলেন ।এবিষয়ে আঠারোখাই গ্রাম পঞ্চায়েতের প্রধান যুথিকা রায় খাসনবিশ জানান, তারা তার কাছে চিঠি করেছেন , তিনি তাদের ২ জনকেই ডেকে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করবেন।