বাণেশ্বরে কমিউনিটি কিচেন তৃণমূলের
নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: কোচবিহার-২ ব্লকের বানেশ্বর বটতলায় চালু করা হল কমিউনিটি কিচেন। কোচবিহারের প্রাক্তন সাংসদ তথা তৃণমূলের জেলা কার্যকরী সভাপতি তথা রাজ্য সরকারের কনফেডের স্পেশাল অফিসার ও কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়ের উদ্যোগে এবং ছাত্র নেতা উজ্জ্বল রায়ের সহযোগিতায় বুধবার এই কর্মসূচি নেওয়া হয়েছে। এদিনের কর্মসূচিতে পুণ্ডিবাড়ি থানার ওসি মহিম অধিকারী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিন ৫০০ মানুষের মধ্যে ভাত, ডাল, ভাজা, ডিমের ঝোল ইত্যাদি খাবার বিতরণ করা হয়। আগামী কয়েকদিন ধরে এই কর্মসূচি চলবে বলে পার্থপ্রতিম বাবু জানিয়েছেন।