বাতিল উচ্চ মাধ্যমিকের তিনটা পরীক্ষা

শ্যাষম্যাষ বাতিল হয়া গেইল উচ্চ মাধ্যমিকের তিনটা পরীক্ষা। জুলাইয়ের ২, ৬ আর ৮ তারিখ হবার কাথা আছিল ঐ তিনটা পরীক্ষার। লকডাউনের মেয়াদ বাড়িসে , সাথে করোনা সংখ্যাও বাড়েছে। সেই কারণে পরীক্ষা বাতিল করা হৈল বুলি জানা গেইসে। তবে বাতিল ঐ তিনটা পরীক্ষা কদ্দিন কেমন করি নেওয়া হবে এই বিষয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কোন কিছু কয় নাই। তবে ৩১শে জুলাইয়ের মইধ্যে রেজাল্ট দিবে বুলি পার্থ বাবু কন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *