বাপ বেটা করোনা পজিটিভ
নিউজ ডেস্ক: বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনের পাছত উমার বেটা অভিষেক বচ্চনো করোনা পজিটিভ ধরা পড়িছে। বাপ আগত টুইটারত কইচে পরে রাতি ১২ টার সময় বেটা অভিষেক বচ্চনো টুইটার করি কইচে। টুইটারত অভিষেক কয় আজি মোর আর মোর বাবার করোনা রিপোর্ট পজিটিভ আসিচে। হামার দুইজনের সামান্য উপসর্গ ছিল। হামা এলা হাসপাতালত ভর্তি হচি। হামার বগলা বগলি আইসা সউক মানষিক লালা রসের পরীক্ষা হবার ধরিচে। সগারে কাছত আটুস আর আবদার আতঙ্কিত হবেন না, সতর্ক থাকিবেন।