বাবার হাতেই ধর্ষণের শিকার ১২ বছরের নাবালিকা
নিজস্ব সংবাদদাতা ,হলদিবাড়ি : এবার বাবার হাতেই ধর্ষণের শিকার এক বারো বছরের নাবালিকা, বাবার হাতে ধর্ষিত হয়ে গর্ভবতী হয়ে পড়লেন এক নাবালিকা এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হলদিবাড়িতে, অভিযুক্ত স্বামীর কর্মকাণ্ডে নাবালিকার মা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন , নাবালিকার মায়ের দাবি, তার ১২ বছরের মেয়ের প্রথমে পেটের ব্যথা দেখা দিলে চিকিৎসা করাতে গিয়ে জানতে পারেন মেয়েটি চার মাসের গর্ভবতী,এদিকে বাড়ি এসে ওই নাবালিকাকে জিজ্ঞেস করলেই তার মাকে জানায় যে তার বাবাই এমন কান্ড ঘটিয়েছে এবং মেয়েকে জানান তাদের শারীরিক সম্পর্কের কথা যেন কাউকে না জানায়, এদিকে স্বামীর এমন ঘটনায় তিনি স্বামীর শাস্তির দাবিতে থানায় লিখিত অভিযোগ জানান,অন্যদিকে বাবার হাতে মেয়ের ধর্ষণ হবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়, এদিন অভিযুক্ত স্বামীর শাস্তির দাবিতে নাবালিকার মা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।