বামফ্রন্টের পথ অবরোধ করে বিক্ষোভ আলামপুর এলাকায়
আব্দুল ওহাব, মালদা: গাজোল ব্লকের পান্ডুয়া অঞ্চলের আলামপুর স্থানে জাতীয় সড়কে বামফ্রন্টের পথ অবরোধ করেন। সুজিত দাস এর নেতৃত্বে ২০০ অধিক সিপিএমের কর্মী নিয়ে জমায়েত হন কৃষক সমাজের সর্বনাশা কারী কে কেন্দ্র করে ঘন্টা খানেক আটকে রাখেন যানবাহন । সেখানে উপস্থিত ছিলেন কৃষক নেতা মন্ডল মুর্মু, পাটি নেতা সুজিত দাস, কৃষক সভার জেলার সম্পাদক কোনক চৈধুরি এ ছাড়া ব্লক নেতৃত্ব গন সেখানে উপস্থিত ছিলেন।এই পথ অবরোধে সমস্যার সম্মুখীন হন যাত্রীরা। এই পথ অবরোধের ভূমিকায় ছিল ৭ দফা দাবি দাবা নিয়ে তাদের অবরোধ ৭ দফা দাবিতে শ্রমিকদের ৩০ কেজি চাল ২ কেজি ছোলা এবং সাত দিনের মধ্যে দিতে হবে, সকলকে বিনামূল্যে সঠিকভাবে দিতে হবে, কর্মহীন পরিবারগুলো পথে বসে আছে তাদের কাজ দিতে হবে, সিএনআরএস প্রকল্পের কাজ গুলো অবিলম্বে চালু করতে হবে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর দিতে হবে, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর একবার দুবার করে সেগুলো প্রতিকার করতে হবে এবং ১০০ দিনের কাজ সঠিকভাবে দিতে হবে ।এ ধরনের বার্তা নিয়ে তারা স্লোগান দিয়েছিলেন না হলে আমরা এ অবরোধে পুনরায় শামিল হব বলে হুঁশিয়ারি দেন। গাজোল থানার পুলিশ এসে পথ অবরোধ তুলে নেন।