বারবিশায় জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পরিচালনায় আইনি সচেতনতা শিবির
দেবাশীষ রায়, বারবিশা, ২১ নভেম্বর: মঙ্গলবার কুমারগ্রাম ব্লকের বারবিশায় আলিপুরদুয়ার জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পরিচালনায় আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হল। উল্লেখ্য, বারবিশার বিবেকানন্দ ক্লাবের ব্যবস্থাপনায় ৫৪তম বর্ষ কালীপুজো উপলক্ষে বারবিশা হাই স্কুল মাঠে ১১ দিন ব্যাপী মেলা অনুষ্ঠিত হচ্ছে। ওই মেলার সাংস্কৃতিক মুক্তমঞ্চে এদিন আইনি সচেতনতা শিবিরটি করা হয়। সেখানে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট এন্ড সেশনস জজ পাপিয়া দাস, সিভিল জজ অনামিত্রা ভট্টাচার্য, থার্ড কোর্টের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিব্যেন্দু দাস প্রমুখ। আইনি সচেতনতা শিবিরে সাধারণ মানুষকে আইনি বিভিন্ন বিষয়ে সচেতন করা হয়েছে। সাধারণ মানুষ কীভাবে, কোথায় আইনি পরিষেবা পাবেন, সেসব বিষয়ে শিবিরে বিস্তারিত আলোচনা করেন বিচারকরা।