বালি চুরি ঠেকাতে কোচবিহারে তৎপর হল প্রশাসন
নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: ঠাণ্ডা এবং কুয়াশার সুযোগকে কাজে লাগিয়ে কোচবিহারের বিভিন্ন এলাকায় সক্রিয় হয়ে উঠেছে বালি চুরি চক্র। কুয়াশার মধ্যেই দেদারে চলছে বালি চুরি। বালি চুরির ঘটনায় উদ্বিগ্ন স্থানীয় লোকজনের পাশাপাশি প্রশাসন। আর এই অবৈধ বালি চুরি ঠেকাতে এবার তৎপর হল প্রশাসন। কোচবিহার-২ ব্লকের ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা শনিবার সকালে মধুপুর তোর্সা নদীতে অভিযান চালান। এদিনের অভিযানে অবৈধভাবে বালি চুরি করার সময় দুটি ট্রাক্টর সমেত ট্রলি আটক করে নিয়ে যান তাঁরা।যদিও বিষয়টি নিয়ে ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক এম.টি লেপচা জানান এখন থেকে নিয়মিত বিভিন্ন এলাকায় অভিযান চালানো হবে।