বাসস্থান খুঁইয়ে দিশেহারা কৃষক পরিবার,পাশে দাঁড়াল তৃণমূল

নিউজ ডেস্ক,চাঁচল,১৯ নভেম্বর :সারা রাত খোলা আকাশের নীঁচেই কাটিয়েছে দুর্গত পরিবার।বাসস্থান খুঁইয়ে পরিবারের সদস‍্যরা এখন দিশেহারা।ঘটনার খবর পেয়ে তাদের পাশে ত্রাতার ভূমিকায় দাঁড়ালেন তৃণমূলের জেলা পরিষদ সদস‍্য।উল্লেখ্য,গতকাল বৃহস্পতিবার ভরদুপুরের পরিবারের অনুপস্থিতিতে মালদহের চাঁচলের থাহাঘাটি গ্রামের আজামুদ্দিনের বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ঘটনায় তিনটি শোবার ঘর ভস্মীভূত হয়ে যায়।পুড়ে ছাই হয়ে যায় নগদ মোটা অঙ্কের টাকাও।বাড়ির আসবাব পত্র,ইলেকট্রিক যন্ত্রাংশ,ধান চাল সবটাই পুড়ে ছাই হয়ে যায়।শীতকালের শুরূতে যেন দগদগে ক্ষতের চিহ্ন স্পষ্ট হয়ে ফুঁটেছে কৃষক পরিবারে।
শীতের রাতে খোলা আকাশের নীচেই জেগেছে তারা।খবর পেয়ে শুক্রবার সকালে দুর্গতদের কাছে পৌঁছালেন মালদা জেলা পরিষদের সদস‍্য তথা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সামিল ইসলাম।তিনি দুর্গত পরিবারের মাঝে একমাসের খাদ‍্য দ্রব‍্য দিয়ে সাহায‍্য করেছেন।পরিবারের দাবি,সরকারি ঘর যেন দেওয়ায় হয়।তবে স্থানীয় বিডিও-র কাছে বাংলা আবাস যোজনা ঘরের জন‍্য ইতিমধ্যে দরবার করেছে সামিউল।এমনটাই জানালেন ওই জেলা পরিষদ সদস‍্য।মোহাম্মদ সামিউল ইসলাম বলেন,গতকাল আমি বিশেষ কারনে মালদায় ছিলাম।তবে খবর পেয়ে সকালেই দুর্গতদের পাশে ছুটে এসেছি।দেখলাম,তাদের কিছু বাঁচেনি।এমতাবস্থায় তাদের সরকারি সাহায্য দ্রুত প্রয়োজন।আমি বিডিও-র সাথে কথা বলেছি।সবরকম সাহায্য মিলবে বলে আশ্বাস দেন তিনি।কখন পাবে সরকারি পাকা ঘর? এখন দুয়ারে বসে সেই সরকারি সাহায্যের অপেক্ষায় পথ চেয়ে রয়েছে কৃষক পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *