বিএসএফের কর্মসূচি
নিউজ ডেস্ক, উত্তর দিনাজপুর: ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার গ্রামবাসীদের সাথে বিএসএফ-এর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও বন্ধুত্ব বাড়াতে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের লক্ষিপুর অঞ্চলের ফতেহপুর পিওপি-তে BSF দ্বারা নাগরিক কর্মসূচীর আয়োজন করা হয় বৃহস্পতিবার । এ কর্মসূচির আওতায় একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় যাতে সীমান্ত এলাকার সাধারণ গ্রামবাসীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। বিনামূল্যে ওষুধও দেওয়া হয়েছে। বিএসএফের পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্ত এলাকায় লাগাতার এই কর্মসূচি চলছে। এ ছাড়া সীমান্ত এলাকার যুবকদের যাতে নিজেদের পায়ে দাঁড়াতে পারে সেজন্য বিভিন্ন ধরনের পরীক্ষা দেওয়া হয়, শুধু তাই নয়, সেনাবাহিনী ও বিএসএফে নিয়োগের জন্য সৈনিকদের বিভিন্ন ধরনের পরীক্ষা দেওয়া হয়। এই কর্মসূচিতে চোপড়ার বিধায়ক হামিদুর রহমান সহ অন্যান্য জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।