বিজেপি’র কুমারগ্রাম অঞ্চল প্রমুখের তৃণমূল কংগ্রেসে যোগদান

উজ্জ্বল অধিকারী, কামাখ্যাগুড়ি, ২৭ মার্চঃ বিজেপি’র মণ্ডল সভাপতিদের নাম ঘোষণার পরের দিনই কুমারগ্রামে দলে ভাঙ্গন দেখা দিল। বিজেপি’র কুমারগ্রাম অঞ্চল প্রমুখ শৈলেন দাস তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। শনিবার বিজেপি’র জেলা সভাপতি ভূষণ মোদক স্বাক্ষরিত জেলার অন্তর্গত মণ্ডল সভাপতিদের নামের তালিকা প্রকাশিত হয়। কুমারগ্রাম-২ নম্বর মণ্ডল সভাপতি পদে তরুণ নেতা ললিত দাসকে দায়িত্ব দেওয়া। তারপরের দিন অর্থাৎ রবিবার দলের কুমারগ্রাম অঞ্চল প্রমুখ শৈলেন দাস দল ছেড়ে তৃণমূলে যোগ দেন। এদিন সকালবেলা নিউল্যান্ডস চা-বাগানে তৃণমূল কংগ্রেসের আলিপুরদুয়ার জেলা সভাপতি প্রকাশ চিকবড়াইক শৈলেন দাসের হাতে দলের পতাকা তুলে দেন। তৃণমূলের জেলা সভাপতি প্রকাশ চিকবড়াইক বলেন, ‘বিজেপিতে মানুষের জন্য কাজের কোনো সুযোগ নেই। সেটা বিজেপি নেতারা ভালো করেই বুঝে গিয়েছেন। তাই তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে যুক্ত হতে চেয়ে এবং মানুষের জন্য কাজ করার লক্ষ্যে তৃণমূলে আসছেন। শৈলেন দাসকে আমরা দলে স্বাগত জানিয়েছি।’ বিজেপি’র সদ্য দায়িত্বপ্রাপ্ত কুমারগ্রাম-২ নম্বর মণ্ডল সভাপতি ললিত দাস বলেন, ‘শৈলেন দাস দীর্ঘদিন ধরে আমাদের দলে ছিলেন। হঠাৎ করে তৃণমূলে যোগ দেন। তিনি তৃণমূলে না গেলেও পারতেন। তবে কে কোন দল করবেন, সেটা তাঁর ব্যক্তিগত বিষয়। বিজেপি যেই সম্মান শৈলেনবাবুকে দিয়েছিল, তৃণমূলে তিনি সেটা পাবেন কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে। উনি দল ছাড়ায় দলের কোনো ক্ষতি হবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *