বিজেপি’র কৃষক নেতার উপর হামলার অভিযোগ, আক্রান্তের বাড়িতে গেলেন কুমারগ্রামের বিধায়ক
দেবাশীষ রায় , কামাখ্যাগুড়ি, ২০ মার্চঃ বিজেপি’র কিষাণ মোর্চার মণ্ডল সভাপতির উপর আক্রমণের অভিযোগ উঠল। রবিবার কুমারগ্রাম ব্লকের খোয়ারডাঙা-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্য নারারথলি এলাকায় আক্রান্তের বাড়িতে যান কুমারগ্রামের বিধায়ক তথা বিজেপি’র আলিপুরদুয়ার জেলা সাধারণ সম্পাদক মনোজকুমার ওরাওঁ। অভিযোগ, গত শনিবার সন্ধ্যাবেলা পশ্চিম নারারথলি এলাকায় বিজেপি’র কিষাণ মোর্চার কুমারগ্রাম-২১ নম্বর মণ্ডল সভাপতি রাজচন্দ্র বর্মনের উপর আক্রমণ করে দুষ্কৃতিরা। তারা ধারালো অস্ত্র নিয়ে ওই নেতার উপর চড়াও হয়। রাজচন্দ্র বর্মনের বুকে আঘাত লাগে। বর্তমানে তিনি বাড়িতে শয্যাশায়ী রয়েছেন। এদিন দুপুরবেলা স্থানীয় বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে আক্রান্তের বাড়িতে যান বিধায়ক। রাজচন্দ্র বর্মনের শারিরীক অবস্থার খোঁজখবর নেন তিনি।
এই বিষয়ে বিধায়ক মনোজকুমার ওরাওঁ বলেন, ‘অত্যন্ত নিন্দীয় ঘটনা। আমাদের দলের কিষাণ মোর্চার মণ্ডল সভাপতিকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়েছে। দুষ্কৃতিদের চেনা যায়নি। বিষয়টি নিয়ে আমরা পুলিশের দ্বারস্থ হব।’