বিজেপির জনপ্রতিনিধিদের ত্রাণ বিলিতে আর বাধা দিতে পারবে না রাজ্য সরকার
সঞ্জয় হালদার, শিলিগুড়ি: বিজেপি থেকে নির্বাচিত জনপ্রতিনিধিদের ত্রাণ বিলির কাজ পুলিশ দিয়ে আটকানো হয়েছে অনেক জায়গায় রাজ্যের শাসক দলের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার হাইকোর্টে মামলা করেন। মামলার রায় বেরনোর পর জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ডাঃ জয়ন্ত রায় নিজের লোকসভা কেন্দ্রের অন্তর্গত শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের বাসিন্দাদের হাতে মাস্ক তুলে দিলেন আজ। তিনি বলেন, হাইকোর্ট রায় দিয়েছেন সাংসদ তার নিজস্ব সংসদ এলাকায় যেকোন ত্রাণ বিলি করতে পারবেন, কোন বাধা দেওয়া যাবে না। তিনি আরও বলেন, রাজ্য সরকার পুলিশ দিয়ে আটকে দিয়েছে আমাদের ত্রাণ বিলির কাজ, পুলিশকর্মীরাও বুঝতে পারছেন আমাদের বিরুদ্ধে যা হচ্ছে তা অন্যায়, সাধারণ মানুষ বুঝে গেছেন রাজ্য সরকারের ব্যর্থতা সম্পর্কে। এদিন শিলিগুড়িতে সাংসদের সাথে ছিলেন বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক রাজু সাহা, দীপঙ্কর চক্রবর্তী সহ অনেকেই।