বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠল তৃনমূলের বিরুদ্ধে, অস্বীকার তৃনমূলের
সঞ্জয় কুমার বর্মন, মাথাভাঙ্গা: ভোট পর্ব মিটতেই রাজনৈতিক অশান্তির আঁচ মাথাভাঙ্গা মহাকুমার বিভিন্ন এলাকায়। সোমবার শীতলকুচি ব্লক সহ মাথাভাঙ্গা ১ নং ব্লকের বিভিন্ন এলাকায় বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুর, দোকান ভাঙচুর, সহ লুটপাটের অভিযোগ উঠল তৃনমূলের বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃনমূল কংগ্রেস। নয়ারহাট এলাকার বিজেপি ১০ নং মন্ডল কমিটির সাধারণ সম্পাদক আশুতোষ সরকার জানান তৃনমূল আশ্রিত দুষ্কৃতীরা নয়ারহাট বাজারে দলীয় কার্যালয় ভাঙচুর সহ কয়েকটি দোকান ভাঙচুর করে এবং সংশ্লিষ্ট মন্ডলের বিভিন্ন এলাকায় ভাঙচুর সহ লুটপাট চালায় তৃনমূল কংগ্রেস। এমনটাই অভিযোগ করেন তিনি। বিজেপি জেলা সম্পাদিকা সাবিত্রী বর্মন জানান, শীতলকুচি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় দিনভর তান্ডব চালিয়েছে তৃনমূল। তিনি আরও বলেন, তৃনমূল কংগ্রেস সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রে হেরে যাওয়ায় তৃনমূল সন্ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন। অন্যদিকে তৃনমূলের মাথাভাঙ্গা ১ নং ব্লকের সাধারণ সম্পাদক মজিরুল হোসেন জানান, বিজেপির তোলা অভিযোগ ভিত্তিহীন। বিজেপি মিথ্যা কথা বলে প্রচারের আলোয় আসতে চাইছে। তৃনমূলের সংশ্লিষ্ট ব্লক সভাপতি মহেন্দ্র বর্মন জানান, লোকসভা ভোটের পর বিজেপি সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছে। ফলে সাধারণ মানুষের এদিন তার প্রতিফলন ঘটিয়েছে বলে শুনেছি। কিন্তু আমাদের দল এরকমটা সমর্থন করে না। স্থানীয় তৃণমূল নেতা সুমন্ত অধিকারী জানান, বিজেপির তোলা অভিযোগ একেবারেই ভিত্তিহীন। তৃনমূলের এক জেলা নেতা বলেন শীতলকুচি বিধানসভা কেন্দ্রে ভাঙচুরের ঘটনায় তৃনমূল কংগ্রেস জড়িত নয়। বিজেপি মিথ্যা অভিযোগ করছে। মাথাভাঙ্গা পুলিশ জানান, ঘটনার ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।