বিজেপি থেকে তৃণমূলে আলিপুরদুয়ারের বিজেপি জেলা সভাপতি, দলের বিরুদ্ধে উগরে দিলেন ক্ষোভ

কলকাতা: সোমবার কলকাতায় তৃণমূল কংগ্রেস ভবনে বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন আলিপুরদুয়ার জেলা বিজেপির সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা। সাথে আরও সাতজন বিজেপি কার্যকর্তাকে নিয়ে দলবদল করেন বিজেপির আলিপুরদুয়ার জেলা সভাপতি। তিনি বলেন, নির্বাচনের আগে থেকেই দল বদল করব বলে সিদ্ধান্ত নিয়েছি, ঐ সময় দলত্যাগ করলে লোকে গদ্দার বলত। দলকে জিতিয়েছি, দলকে জিতিয়ে দল বদল করলাম।
সোমবার তৃণমূল ভবনে আলিপুরদুয়ার জেলা বিজেপির সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা সুখেন্দুশেখর রায়, সদ্য বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া পুরণো তৃণমূল কংগ্রেস নেতা মুকুল রায়ের উপস্থিতিতে ব্রাত্য বসুর হাত থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন গঙ্গাপ্রসাদ শর্মা সহ আরও সাত বিজেপি কার্যকর্তা।
বিজেপিতে যোগ দিয়েই বিজেপির রাজ্য নেতৃত্বের উপর ক্ষোভ উগরে দিলেন গঙ্গাপ্রসাদ। বিধানসভা নির্বাচনের পূর্বে তৃণমূল কংগ্রেস থেকে বেশ কয়েকজন বিজেপিতে যোগদান করে আলিপুরদুয়ারে, জেলা নেতৃত্ব সেই বিষয়ে কোনভাবেই অবগত ছিল না বলে গঙ্গাপ্রসাদ এর দাবি। এরপর বিধানসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা নিয়েও দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন গঙ্গাপ্রসাদ। আলিপুরদুয়ারে অর্থনীতিবীদ অশোক লাহিড়ীকে বিজেপির প্রার্থী ঘোষণা করা হয়েছিল তার বিরোধিতা করেছিলেন তিনি এবং পরবর্তীকালে আলিপুরদুয়ার জেলা বিজেপির সম্পাদক সুমন কাঞ্জিলালকে বিজেপির প্রার্থী করা হয়। এই দিন তৃণমূলে যোগ দিয়ে গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, দল জেলা নেতৃত্বকে না জানিয়ে, জেলা নেতৃত্বকে সম্মান না দিয়ে অনেকগুলো কাজ করেছে। তাই মনের ভেতর ক্ষোভ ছিল, তবে বিধানসভা নির্বাচনে দলকে জিতিয়ে দলবদল করলাম। তখন দলবদল করলে লোকে গদ্দার বলতো। তবে আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃদুল গোস্বামীর সঙ্গে আমার যোগাযোগ ছিল আগে থেকেই।

গঙ্গাপ্রসাদের দলত্যাগের পেছনে মুকুল রায়কেই মাস্টারমাইন্ড বলা হচ্ছে। তবে গঙ্গাপ্রসাদ শর্মার দলত্যাগের ফলে বিজেপিতে বড়সড় ভাঙন ধরল বলে দাবি করা হচ্ছে। বিভিন্ন সূত্রের দাবি এরপর আরও অনেকেই দলবদল করতে পারেন। হাওয়ায় ভাসছে জেলার বিধায়কদের মধ্যে দুই একজন দল বদল করতে পারেন। এদিন, বিধানসভায় বিরোধী দলনেতার আসনে মনোজ টিগ্গা‌কে সুযোগ না দেওয়া নিয়েও সুর চড়ান বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া‌ গঙ্গাপ্রসাদ শর্মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *