বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতে শাসকদলের স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ মিছিল

পরিমল বর্মন, ঘোকসাডাঙ্গা,১৯ জুন: কোচবিহার জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে বিরোধীরা বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ দেখালেও শুক্রবার দেখা গেল অন্য চিত্র। ১৩ দফা দাবি নিয়ে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করল তৃণমূল তথা শাসক দল। দাবি গুলি অতিসত্ত্বর পূরণ না হলে আরও বৃহত্তর আন্দলনের করবে তৃণমূল বলে দলীয় সূত্রে জানা যায়। জানা গিয়েছে মাথাভাঙ্গা ২ ব্লকে তথা কোচবিহার জেলায় এক মাত্র ঘোকসাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে। আর এই গ্রাম পঞ্চায়েতের সামনে বিভিন্ন কাজের দাবিতে শুক্রবার বিক্ষোভ কর্মসূচি পালন করেন ঘোকসাডাঙ্গা তৃণমূল কংগ্রেসের কয়েক শো কর্মী সমর্থক। প্রথমে ঘোকসাডাঙ্গা কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ এ বসেন কর্মীরা তারপর তাদের কয়েকজন প্রতিনিধি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের ভিতরে প্রবেশ করে প্রধানকে ১৩ দফা দাবিতে একটি স্মারকলিপি প্রদান করেন। করোনা মোকাবিলায় কি কি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, পরিযায়ী শ্রমিকদের অবিলম্বে জব কার্ড দিয়ে কাজের ব্যবস্থা করতে হবে,পরিযায়ী শ্রমিকদের কোয়ারেন্টাইন সেন্টার করেনি গ্রাম পঞ্চায়েত নিজ উদ্যোগে গড়ে উঠা কোয়ারেন্টাইন সেন্টার গুলির সমস্ত খরচ বহন করতে হবে গ্রাম পঞ্চায়েতকে, একশো দিনের কাজে বৈষম্য আনা হচ্ছে কেন, ঘোকসাডাঙ্গা বাজারে জল নিকাশি ব্যবস্থা অবিলম্বে করতে হবে, পিএইচই জল সরবরাহে বড় শিমুল গুড়ি গ্রাম বঞ্চিত কেন,৮৫ নং বুথে জগদীশ সরকারের বাড়ী হইতে ৩১ নং জাতীয় সড়ক পর্যন্ত ঢালাই রাস্তা করতে হবে ইত্যাদি দাবি পেশ করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলে দলীয় সূত্রে জানা যায়। এই দিন এই বিক্ষোভ কর্মসূচির নেতৃত্বে ছিলেন ব্লক ও গ্রাম পঞ্চায়েত স্তরের নেতৃত্ব বীরেন বর্মন,যুথিকা বিশ্বাস দাস, গঙ্গাধর বর্মন, হামিদুল হোসেন প্রমুখ নেত্রী বর্গ। এ বিষয়ে ঘোকসাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত প্রধান দীপ্তি বর্মন বলেন দাবি পত্র পেয়েছি, বিষয়টি দেখছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *