বিজেপি সাম্প্রদায়িক দল, আদিবাসী, রাভা, রাজবংশী আর বিজেপিকে ভোট নয়: গুরুং

সুব্রত রায়, বীরপাড়া: গোর্খা জনমুক্তি মোর্চার একই দিনে দুই সভা ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে পাহাড় সহ সমতলে। রবিবার একদিকে সুকনায় অনীক থাপা, বিনয় তামাং গোষ্ঠীর সভা। অন্যদিকে ডুয়ার্সের বীরপাড়ায় বিমল গুরুং, রোশন গিরির সভা। বীরপাড়ায় প্রায় সাড়ে তিন বছর পর সভা করলেন বিমল গুরুং। জনসভার সময় অনেকটা পেরিয়ে গেলেও সেভাবে কিন্তু কর্মী সমর্থকদের ভিড় দেখা যায়নি। সভায় উপস্থিত ছিলেন গোর্খা জনমুক্তি মোর্চার প্রথম সারির নেতারা।বীরপাড়ায় সভায় বক্তব্য রাখতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন বিমল গুরুং। বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত বিজেপিকে আক্রমণ করেন তিনি। তিনি বলেন,” পঞ্চায়েতে বিজেপিকে জেতালাম, বিধানসভায় জেতালাম, লোকসভায় জেতালাম। কিন্তু আমাদের কথা দিয়েও কথা রাখেনি বিজেপি। নরেন্দ্র মোদী, অমিত শা বলেছিলেন আমাদের সস্যার সমাধান করবেন। কিন্তু সাড়ে তিন বছরে কিছুই করেননি।” উল্লেখ্য বীরপাড়াতেই সভামঞ্চে বিমল গুরুংকে পাশে বসিয়ে নরেন্দ্র মোদী বলেছিলেন, গোর্খাদের সমস্যা, আমাদের সমস্যা। গোর্খাদের দাবি, আমার দাবি। বিজেপি সাংসদ জন বারলাকেও আক্রমণ করেন তিনি। বিমল গুরুংয়ের দাবি তার জন্যই টিকিট পেয়েছিলেন এবং গোর্খাদের সমর্থনে ভোটে জিতেছিলেন জন বারলা। কিন্তু তারপর গোর্খাদের কথা মনে রাখেননি জন বারলা। বিমল গুরুং বলেন,” বিজেপি সাম্প্রদায়িক দল, হিংসাত্মক দল। তাই বিজেপিকে আর একটি ভোট ও নয়। পাহাড় থেকে সমতল সব আদিবাসী, রাভা, রাজবংশী সহ সব জনজাতির মানুষকে অনুরোধ বিজেপিকে আর ভোট নয়।” সেইসাথে সবাই মিলে একসাথে বিজেপিকে রুখতে হবে বলে জানান তিনি।তিনি আরো বলেন মমতা ব্যানার্জি কথা দিয়ে কথা রাখতে জানেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে কেন্দ্রের বিরুদ্ধে লড়াই চালাবো। আগামী কয়েকদিনের মধ্যেই লক্ষাধিক কর্মী সমর্থকদের নিয়ে জয়গাতে সভা করবেন বলেও জানান তিনি।এদিকে সভাতে যেরকম ভিড় আশা করেছিলেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতারা সেভাবে কিন্তু ভিড় হয়নি’। এমনকি মাংস ভাত খাইয়েও মাঠ ভড়াতে পারেননি নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *