বিজেপি, সিপিএম ছেড়ে তৃণমূলে ৬২ পরিবার

রামপ্রসাদ মোদক, রাজগঞ্জ, ৫ ডিসেম্বর: বিজেপি, সিপিএম ছেড়ে ৬২টি পরিবার এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। তৃণমূল কংগ্রেসের এসসি, এসটি, ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন। শনিবার রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের একটি প্রকাশ্য সভায় বিজেপি সিপিএমের কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তৃণমূল কংগ্রেস এসসি, এসটি, ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস বলেন, মমতা ব্যানার্জি সরকার মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু প্রয়োজন সব কিছু নিয়েই প্রকল্প তৈরি করেছেন। পড়াশোনার সময় কন্যাশ্রী প্রকল্পে ২৫ হাজার টাকা দিচ্ছেন। যাতে গরিব পরিবারের মেয়েরা পড়াশোনা করতে পারেন। এরপর তারা যখন বিয়ে করতে যাচ্ছে তখন রূপশ্রী প্রকল্পে আরো ২৫ হাজার টাকা দিচ্ছেন যেন তারা ভালো ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন। কৃষ্ণ দাস বলেন একসময় রেশনে মালপত্র পাওয়া যেত না সেই জায়গায় এক বছর ধরে বিনা পয়সায় রেশন দিচ্ছেন মমতার’ সরকার। তিনি বলেন তার পরেও কোন মানুষ যদি মমতা ব্যানার্জিকে ভোট না দেন তাহলে তার সঙ্গে বেইমানি করা হবে বলে তিনি মন্তব্য করেন। জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন বলেন, আজকে খুব সুখের দিন কারণ সাধারণ মানুষ তাদের ভুল বুঝতে পেরে বিজেপি, সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করেছে। তিনি বলেন সাধারণ মানুষ যে তাদের ভুলটা বুঝতে পেরেছে এর জন্য তাদের কাছে দলীয় নেতৃত্ব কৃতজ্ঞ। আগামী দিনে বিরোধী দল থেকে আরো প্রচুর মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *