বিজ্ঞানের যুগে কুসংস্কারের উপর নির্ভর হয়ে করোনার পূজো
নিউজ ডেস্ক, ময়নাগুড়ি , ৯ জুন : কোভিড-১৯ প্রতিরোধে বিজ্ঞানের মরিয়া চেষ্টার পরেও এখনও কোনো স্থির সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বিজ্ঞান । অপরদিকে করোনা ভাইরাস অপরাজিত সৈনিকের মতো দিনের পর দিন আক্রমণের গতি বাড়িয়ে চলেছে । বিদেশ থেকে দেশের শহরে এবং শহর থেকে গ্রামে গ্রামে করোনা ছোবল মারছে । ঘুমের ঘরেও করোনার আতঙ্ক পেয়ে বসেছে মানুষকে । করোনা এখন মানুষের কাছে সর্বশক্তিমান । তাই মানুষের ঘুমের ঘরেও করোনা তার ভয়ঙ্কর রূপ নিয়ে হাজির হচ্ছে । করোনার হাত থেকে রক্ষা পেতে ঘুমের ঘরে মানুষ তার দাসত্ব স্বীকার করে নিচ্ছেন এবং তার সেবা করার অঙ্গীকার বদ্ধ হচ্ছেন । যার প্রতিফলন হিসেবে বিভিন্ন জায়গায় মানুষ করোনা পুজো শুরু করে দিয়েছেন । গুজব ছড়াচ্ছে , স্বপ্নের মধ্যে করোনা ঠাকুর নাকি পুজো চাচ্ছে । করোনার পুজো করলে করলে নাকি করোনা গ্রাম ও দেশ ছেড়ে চলে যাবে । তবেই রক্ষে !
আমাদের দেশে নানা ধর্মের দেব দেবীর প্রচলন আছে । করোনার মহা আগ্রাসী নীতির কারণে সেইসব দেবদেবীর দরজা পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল । মন্দির , মসজিদ , গির্জায় তাদের আরাধনার রীতিও বন্ধ হয়ে গিয়েছিল । যদিও ধর্মস্থানগুলি এখন আবার খুলে দেওয়া হয়েছে । তথাপি মানুষ করোনার কাছে হেরে গিয়ে তার পুজো শুরু করেছেন । তবে করোনার পুজো মন্দির , মসজিদ , গির্জায় নয় , নদীর ধারে করা হচ্ছে । করোনার পুজো করতে ব্রাহ্মণ , পূজারী ও মন্ত্রেরও প্রয়োজন নেই । বিভিন্ন জায়গায় প্রচলিত বিশেষ রীতি অনুযায়ী বেদির মধ্যে ফুল , ধূপধুনা , লাড্ডু , বাতাশা ইত্যাদি দিয়ে ‘করোনা ঠাকুর রক্ষা করো’ মন্ত্রে পুজো হচ্ছে । বিশেষ করে গ্রাম ও মহল্লার মহিলারা নদীতে স্নান করে এই পুজোয় অংশ নিচ্ছেন । জানা যাচ্ছে , শিলিগুড়ি , জলপাইগুড়ি , কোচবিহার , আলিপুরদুয়ার সব জেলাতেই করোনার পুজো চলছে ।
ময়নাগুড়ি ব্লকের রানিরহাট মোড়ের দাসপাড়ার প্রায় ১০০ জন মহিলা মঙ্গলবার পার্শ্ববর্তী জলঢাকা নদীর চরে করোনার পুজো করেন । সেখানে কূলবালা দাস , কবিতা দাস , জ্যোৎস্না বৈরাগী , ডালিয়া দাসরা জানান , ‘ করোনা ঠাকুর অনেকের কাছে স্বপ্নে পুজো চেয়েছে । তার পুজো করলে করোনা গ্রাম ছেড়ে চলে যাবে । তাই তারা এদিন জলঢাকা নদীতে স্নান করে নদীর চরে করোনার পুজো করেন । অবশ্য গ্রামের একাংশ জানান , এই যুগে করোনা পুজো পুরোপুরি গুজব ও কুসংস্কার । বিজ্ঞানের আশির্বাদে একদিন করোনাকে জয় করবে মানুষ ।