বিডিওকে স্মারকলিপি কৃষক সভার
ধূপগুড়ি: বিভিন্ন দাবিতে ধূপগুড়ির বিডিও কে স্মারকলিপি দিল সারা ভারত কৃষক সভার ধূপগুড়ির জোনাল কমিটির পক্ষ থেকে । সংগঠনের পক্ষ থেকে মানিক চক্রবর্তী জানান, ১০০ দিনের কাজকে অবিলম্বে ২০০ দিন, প্রত্যেক পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানো, সমকাজে সময় মজুরি সহ বেশ কয় দফা দাবিতে বিডিও কে স্মারকলিপি দেওয়া হয়।”