বিডিও অফিসের সামনে ডোমেসিয়াল সার্টিফিকেট ও বিডিও ইনকাম সার্টিফিকেট জন্য ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ
শীতলকুচি: শীতলকুচি বিডিও অফিসের সামনে ডোমেসিয়াল সার্টিফিকেট ও বিডিও ইনকাম সার্টিফিকেট জন্য ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ, ঘটনাস্থলে পুলিশ
বুধবার বিকেল তিনটার দিকে এমনই ঘটনার চিত্র দেখা গেল শীতলকুচি বিডিও অফিসের সামনে। জানা যায় দীর্ঘদিন ধরে শীতলকুচি বিডিও অফিসে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা ডোমেসিয়াল সার্টিফিকেট, ও বিডিও ইনকাম সার্টিফিকেট অনলাইন আবেদন করেও আপ্রুপ না হওয়ায়, তারা সেই সার্টিফিকেটগুলো পাচ্ছে না। সার্টিফিকেট নিতে আসলেও দীর্ঘদিন ধরে সেই ডোমেসিয়াল সার্টিফিকেট এবং বি ডিও ইনকাম সার্টিফিকেট দিতে টালবাহানা করছে বিডিও অফিসের কর্মচারী ও আধিকারিকরা। সেই পরিপ্রেক্ষিতে বিভিন্ন স্কুল থেকে আগত ছাত্র-ছাত্রীরা বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায়। যদিও এ বিষয়ে শীতলকুচি জয়েন্ট বিডিও সন্দীপন দাস কে ফোন করলে তিনি বলেন ডি এস সি সমস্যা থাকায় চারদিন ধরে সমস্যা হচ্ছিল, অতি দ্রুত তা সমাধান করা হবে এবং যেকোনো অনলাইন দোকান থেকে তা পেতে পারেন ।
