বিতরণ করল প্রানী সম্পদ দপ্তর
এম ডি রাসেল,ক্রান্তি: ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা এলাকার বনবস্তি ষোলোঘরিয়া ব্লক প্রাণী সম্পদ দপ্তর পক্ষ থেকে মোবাইল ভেটেনারী ক্লিনিক মাধ্যমে ছাগল,গরু,হাঁস, মুরগি ,শুকর বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধপত্র ক্যাম্প করে দেওয়া হয়। এদিনের ক্যাম্পে মাগুরমারি ষোলোঘরিয়া এলাকার ৪২ টি গরু,১৩ টি ছাগল ১০ টি হাঁস ও ৫০ টি মুরগি চিকিৎসা করে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয় বলে জানালেন ভ্রাম্যমাণ প্রাণী চিকিৎসা কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত ডক্টর অলিভিয়া চৌধুরী । তিনি জানালেন যে আমরা আমাদের প্রাণী সম্পদ বিভাগ মাল ব্লকের পক্ষ থেকে প্রতি মাসে ২০ দিন করে প্রতিটি গ্রামে আমরা পশুদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিয়ে থাকি। এদিনের কর্মসূচিতে ডক্টর অলিভিয়া ছাড়া ও ছিলেন প্রাণী সহায়ক তপন বিশ্বাস, প্রাণী বন্ধু মোহাম্মদ বাদল,প্রাণী মিত্রা টুটুন রায়, মনসুরা বেগম,শ্যামলী রায়। এলাকার পঞ্চায়েত সদস্য সুমন ওরাও জানালেন যে, সরকারি এরকম পরিষেবা পেয়ে আমরা বনাঞ্চলের মানুষের খুবেই উপকৃত হবো, প্রাণী পালনের ক্ষেত্রে ।তিনি ব্লক প্রাণী সম্পদ বিভাগ ও সরকার কে ধন্যবাদ জানালেন।