বিদায়ী সংবর্ধনা
নিউজ ডেস্ক,ওদলাবাড়ি: ওদলাবাড়ি সেন্ট্রাল ব্যাংকের সহকারি কোষাধক্ষ্য ধানমানি লাকরা বৃহস্পতিবার কর্ম জীবন থেকে অবসর নিলেন। সেন্ট্রাল ব্যাঙ্ক ওদলাবাড়ি শাখার পক্ষ থেকে ওনাকে বিদায় সংবর্ধনা দেবার এক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে শাখা প্রবন্ধ চিরিং লামা বলেন লাকরা দিদি আমাদের সহকারি কোষাধক্ষ্য ছিলেন।ওনার কাজের প্রতি আগ্রহ ছিল বেশ ভালো এবং কাস্টমার দের সাথে ব্যবহার ছিল নম্র। বিদায়ী সহকারি কোষাধক্ষ্য ধানমানি লাকরা বলেন আমি ১৯৮৯সালে প্রথম ওদলাবাড়ি সেন্ট্রাল ব্যাংকের কাজে যোগদান করি ও ২০১০ সালে নাগরাকাটা সেন্ট্রাল ব্যাঙ্কে তিন বছর কাজ করার পরে পুনরায় ওদলাবাড়ি সেন্ট্রাল ব্যাঙ্ক কাজে জয়েন করি এবং আজকে অবসর গ্রহণ করলাম। দীর্ঘ৩৩ বছর কর্মজীবনের মানুষের সাথে সদ ব্যাবহার নিষ্ঠার সাথে কাজ করার চেষ্টা করেছি। ওদলাবাড়ি শাখায় শাখা প্রবন্ধ সহকারি শাখা প্রবন্ধ কোষাধক্ষ্য এবং সকল স্টাফ ব্যবহার খুবই ভালো বলে তিনি জানালেন।