বিদ্যালয়ে সাপের আতঙ্ক
নিউজ ডেস্ক, মালদা: আতঙ্কিত শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা।
মালদা শহরের মাধবনগর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা আতঙ্কিত। সাপ পোকামাকড়ের আতঙ্কে আতঙ্কিত তারা।
মাধবনগর এলাকায় রয়েছে প্রাথমিক বিদ্যালয়। একদিকে ক্লাসরুম আর একদিকে প্রাচীর এবং সামনের দিকে রয়েছে প্রবেশদ্বার। বিদ্যালয়ের পূর্বদিকে রয়েছে রাজ্য সরকারের হর্টিকালচার দপ্তর।
সেই দিকে রয়েছে তারকাঁটার বেড়া। দপ্তরের চারপাশে জঙ্গলে ভরা। সেখান থেকেই বিষধর সাপ মাঝেমধ্যে ঢুকে পড়ে বিদ্যালয় প্রাঙ্গণ। ডেঙ্গু নিয়েও আতঙ্কিত তারা।
বিদ্যালয়ের সহ-শিক্ষক প্রশান্ত মিশ্র অভিযোগ তুলে বলেন, জেলা প্রশাসনকে বারবার জানিও কোনো ফল হয়নি। বিদ্যালয়ের পাশেই রয়েছে রাজ্য সরকারের হর্টিকালচার দপ্তর। নামে দপ্তর হলেও জঙ্গলে ভরে রয়েছে দপ্তরের চারপাশ। সেখান থেকে মাঝেমধ্যে বিষধর সাপ ঢুকে পড়ে বিদ্যালয় প্রাঙ্গণে। সেখানে প্রাচীর দেওয়ার দাবি তুলে প্রশাসনকে জানানো হয়েছে। কিন্তু কোন ফল হয়নি। ছাত্রছাত্রীদের সঙ্গে আতঙ্কিত তারাও।