বিদ্যালয় এবং হাট দাতা স্বর্গীয় হলেশ্বর বর্মণের জন্ম জয়ন্তী পালন

পরিমল বর্মন, ঘোকসাডাঙ্গা, ২৯ মে :- নিজে অল্প শিক্ষিত হয়েও এলাকার মানুষের সু শিক্ষার কথা ভেবে প্রায় ৫৭ বছর আগে জমি দান করে গড়ে তুলেছিল বিদ্যালয়, বিদ্যালয়ের ঘর প্রয়োজন নিজের বাড়ির ঘর ভেঙে দিয়েছিল বিদ্যালয়কে পাশাপাশি প্রত্যন্ত গ্রামে একটি বাজার প্রয়োজন ভেবে এলাকার মানুষের সহযোগিতা নিয়ে জমি দান করে তৈরি করেছিলেন বাজার। আজ সেই বিদ্যালয় সুনামের সঙ্গে মহীরুহের মতো বিরাজ মান বাজার হয়েছে অনেক বড়। সেই মানুষটি ছিলেন স্বর্গীয় হলেশ্বর বর্মন। আজ তার নামে জ্বল জ্বল করছে কুশিয়ার বাড়ী উচ্চ বিদ্যালয় এবং কুশিয়ার বাড়ী হলেশ্বর হাট। আর রবিবার কুশিয়ার বাড়ী হলেশ্বর হাট কমিটি এবং ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে মহা সমারোহে হলেশ্বর বাবুর ১৩২ তম জন্ম জয়ন্তী উৎযাপন করা হলো। উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মন, লতাপাতা গ্রাম পঞ্চায়েত প্রধান বিনোদা বর্মন সহ এলাকার বিশিষ্ট ব্যক্তি সহিদর রহমান, খগেন্দ্র নাথ বর্মন, জগদীশ বর্মন, দীনবন্ধু বর্মন, হবিবর রহমান, প্রসেনজিৎ বর্মন প্রমুখরা। জন্ম দিন উপলক্ষে হলেশ্বর বর্মণের আবক্ষ মূর্তিতে মাল্যদান এবং শোভাযাত্রা করা হয়,রবিবার সান্ধ্যকালীন অনুষ্ঠানে তার পথিকৃতিতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে উপস্থিত ব্যক্তিগণ স্বর্গীয় হলেশ্বর বর্মনের স্মৃতি চারণ করতে গিয়ে সমকালীন সময়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এরপর একটি মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *