বিদ্যালয় পরিদর্শকের কাছে স্মারকলিপি প্রদান তৃণমূল কংগ্রেস প্রাথমিক শিক্ষক সংগঠনের
পরিমল বর্মন, ঘোকসাডাঙ্গা, ২৯মার্চ:- মঙ্গলবার ৯ দফা দাবি জানিয়ে বিদ্যালয় পরিদর্শকের কাছে স্মারকলিপি জমা দিল তৃণমূল কংগ্রেস প্রাথমিক শিক্ষক সমিতির শিক্ষক শিক্ষিকারা। এক শ্রেণী এক শিক্ষক নিয়োগ, প্রতিটি বিদ্যালয়ে পার্মানেন্ট প্রধান শিক্ষক নিয়োগ, মৃত্যুর পর প্রতিটি শিক্ষকের পরিবারের চাকরি প্রদান, বিদ্যালয়ে মিড ডে মিলের রান্নার জন্য গ্যাস সিলিন্ডার প্রদান,প্রতিটি স্কুলের রিপিয়ারিং গ্রান্ট এর অর্থ সঠিক ভাবে ব্যবহার করতে হবে ইত্যাদি ৯ দফা দাবি জানায় শিক্ষকগণ। এদিন মাথাভাঙ্গা ২ ব্লকের নিউ চ্যাংড়াবান্ধায় অবস্থিত, মাথাভাঙ্গা-৪নং চক্র সম্পদ কেন্দ্র বিদ্যালয় পরিদর্শকের কাছে লিখিত দাবি পেশ করা হয়। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির মাথাভাঙ্গা ৪ নং সার্কেলের সভাপতি কৃত্তিবাস বর্মন বলেন, মাথাভাঙ্গা-৪নং চক্রের শিক্ষক শিক্ষিকাদের ১৮ বছরের বেনিফিট, সার্ভিস বুক আপডেট, প্রধান শিক্ষকের প্যানেল তৈরী সহ ৯ দফা দাবিতে বিদ্যালয় পরিদর্শক জয়ন্ত অধিকারীকে ডেপুটেশন জমা দেওয়া হয়৷ ডেপুটেশন কর্মসূচিতে উপস্হিত ছিলেন, চন্দ্রানি ভট্টাচার্য্য,ফারুক আজম, পংকজ সরকার সহ অন্যান্যরা। এ বিষয়ে মাথাভাঙ্গা ৪ নং সার্কেলের বিদ্যালয় পরিদর্শক জয়ন্ত অধিকারী বলেন, আজকে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে ৯ দফা দাবির ভিত্তিতে স্মারক লিপি প্রদান করল। আমি বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি।