বিদ্যালয়ের চুরি যাওয়া কম্পিউটার উদ্ধার, গ্রেপ্তার ১

পরিমল বর্মন, ঘোকসাডাঙ্গা,২ জুলাই: করোনা মোকাবিলায় দেশ জুড়ে চলছে লকডাউন। বন্ধ স্কুল, কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠান। আর এই সুযোগকে কাজে লাগিয়ে বিদ্যালয়ের কম্পিউটার ও অন্যান্য যন্ত্রাংশ চুরি করে নিয়ে গেল চোর। আর এই অভিযোগ জমা পড়ার ২৪ ঘন্টার মধ্যে চুরি যাওয়া কম্পিউটার উদ্ধার সহ একজনকে গ্রেপ্তার করলো ঘোকসাডাঙ্গা পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তকে আদালতে পাঠালে বিচারপতি ধৃত যুবককে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাথাভাঙ্গা ২ ব্লকের পুটিমারি উচ্চ বিদ্যালয়ের একটি কম্পিউটার চুরি হয়েছে বলে অভিযোগ।বিদ্যালয় কর্তৃপক্ষ বিদ্যালয়ে গিয়ে দেখে তাদের একটি কম্পিউটার সহ তার যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায় চোরেরা।বুধবার এবিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ ঘোকসাডাঙ্গা থানায় লিখত অভিযোগ দায়ের করে।অভিযোগ পাওয়ার পর ঘোকসাডাঙ্গা থানার ওসি দেবাশিষ রায়ের নেতৃত্বে একটি দল গোটা ঘটনার তদন্ত শুরু করে।বেশকিছু সূত্র ধরে তদন্তে নেমে পুলিশ বুধবার সন্ধ্যায় পুন্ডিবাড়ি থানার অন্তর্গত পুটিমারি বক্সসিরবস এলাকার যুবক ফারুক মিঞা (২০) কে আটক করে।তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে চুরি হওয়া কম্পিউটার সে আলিপুরদুয়ারে সে বিক্রি করার চেষ্টা করেছিল এবং আলিপুরদুয়ার থেকে কম্পিউটার টি উদ্ধার হয় আর তার বাড়ি সংলগ্ন পাট খেত ও তার বাড়ি থেকে কম্পিউটারের বাকি যন্ত্রাংশ উদ্ধার করে পুলিশ ।ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বৃহস্পতিবার তাকে মাথাভাঙ্গা আদালতে পাঠানো হয়েছে।এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা সহ গোটা ঘটনার কিনারা করতে অভিযুক্ত ফারুক মিঞাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ।মাথাভাঙ্গা আদালত ধৃতের পাঁচ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে ।গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে বলেও পুলিশ জানিয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *