বিদ্যুৎ সংযোগ ঠিক করতে গিয়ে তারে ঝুলে মৃত্যু এক যুবকের
পরিমল বর্মন, ঘোকসাডাঙ্গা, ২৭ মে :- বাড়িতে বিদ্যুতের আলো নেই, সমস্যা সমাধানের জন্য এলাকায় পরিচিত বিদ্যুতের কাজে টুকি টাকি অভিজ্ঞতা সম্পন্ন প্রতিবেশী এক যুবককে ডেকে এনে বিদ্যুৎ সংযোগের চেষ্টা। মিটারে কারেন্ট নেই তাই সমস্যা খুঁজতে মই বেয়ে বিদ্যুতের খুঁটিতে উঠে বিদ্যুৎ সংযোগের চেষ্টা। আর সেখানেই বিদ্যুতের তারে আটকে পরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক যুবকের। যুবকের নাম অজিত বর্মন (২১)। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা ২ ব্লকের রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ডাউয়াগুড়ি গ্রামে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ।মৃত দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্তে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডাউয়াগুরি গ্রামের বাসিন্দা উৎপল দাসের বাড়ির বিদ্যুতের সমস্যা হয়। সমস্যা সমাধানের জন্য এলাকায় পরিচিত বিদ্যুৎ সম্বন্ধীয় টুকি টাকি কাজে পারদর্শী স্থানীয় যুবক অজিত বর্মনকে শনি বার সকালে ডাকেন। অজিত বর্মন বাড়ির মিটার দেখে মই বেয়ে বাড়ির পাশেই থাকা বিদ্যুতের খুঁটিতে উঠেন আর সেখানেই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তার ঝুলে থাকেন এবং সেখানেই তার মৃত্যু হয়। এলাকা বাসীরা জানান, বিদ্যুতের কাজের জন্য কোন রকম প্রশিক্ষন নেওয়া ছিল না অজিতের অত্যন্ত সাহসিকতার পরিচয় দিতে প্রাণ হারালো তরতাজা একটি যুবক। বিদ্যুতের খুঁটিতে উঠতে গেলে ট্রান্সফরমারের ডাউন নামাতে হয় আর সেটা করে বিদ্যুতের খুঁটিতে উঠলে এরকম টা হত না বলে মনে করছেন অনেকেই। খবর চাউর হতেই এলাকায় চাঞ্চল্য শুরু হয়। ঘটনাস্থলে পৌঁছায় ঘোকসাডাঙ্গা থানার পুলিশ। মৃত দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়ে তদন্তে পুলিশ।
বিদ্যুৎ সংযোগ ঠিক করতে গিয়ে তারে ঝুলে যুবকের মৃত্যু