বিধাননগরে ইন্টার স্কুল ম্যারাথন লায়ন্স ক্লাবের
মিন্টু সিংহ,বিধাননগর: বৃহস্পতিবার জাতীয় যুব দিবস ও স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উপলক্ষ্যে বিধাননগরে আয়োজিত হলো ইন্টার স্কুল ম্যারাথন দৌড়। বিধাননগর লায়ন্স ক্লাবের তরফে আয়োজিত ম্যারাথন বিধাননগর অরনেট বিল্ডিং থেকে মুরালিগঞ্জ হাইস্কুল পর্যন্ত হয়। প্রতিযোগিতায় ৬২ জন যুবক ও ১১ জন যুবতী মিলে প্রায় ৭৩ জন প্রতিযোগী অংশ গ্রহণ করেন। যুবকের মধ্যে প্রথম নাজমুল হক, দ্বিতীয় সসীত তুর্কী, তৃতীয় সুজিত সিং এবং যুবতীদের মধ্যে জোতিকা এক্কা, দ্বিতীয় রিনা বেগম, তৃতীয় রুম্পা মজুমদার হয়। এদিন উপস্থিত ছিলেন SJDA বোর্ড মেম্বার কাজল ঘোষ, বিধাননগর তদন্ত কেন্দ্রের ওসি অনির্বাণ নায়েক, শিলিগুড়ি মহকুমা পরিষদের সহ সভাপতি রোমা রেশমি এক্কা, বিধাননগর লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট সমীর অধিকারী, সুধীর ঘোষ সহ আরো অনেক।