বিধাননগরে লিঙ্কের সমস্যায় জেরবার গ্রাহকরা
মিন্টু সিংহ,বিধাননগর: ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংকের বিধাননগর শাখায় ১০ দিন ধরে টাকা তুলতে এসে টাকা তুলতে পারেনি বলে অভিযোগ গ্রাহকদের। লকডাউনে টাকা দরকার, টাকা পেলে সুবিধা হবে, কিন্তু ১০-১২ দিন ধরে টাকা তুলতে এসে তুলতে পারেনি বলে অভিযোগ করেন নিমতি বর্মন।তিনি জানান ব্যাংক থেকে জানানো হয়েছে যে লিংক নেই। ব্যাংকের লিঙ্ক ভিজিটিং ইঞ্জিনিয়ার সৌরভ বক্সি জানায় লিংকের পাওয়ার এডপটার খারাপ হয়েছে, লকডাউনের কারনে কলকাতা থেকে মেশিন আসতে দেরি হচ্ছে, আসলেই চালু হবে। ব্যাংকের ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।