বিধায়কের বাড়ির সামনে অবস্থান বিক্ষোভ
নিউজ ডেস্ক,ফালাকাটা: ফালাকাটা পৌরসভার ৪ নং ওয়ার্ডে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল তৃণমূল কংগ্রেসের INTTUC সংগঠন।রবিবার ফালাকাটার বিজেপির বিধায়কের বাড়ি থেকে প্রায় ১৫০ মিটার দূরে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় বিভিন্ন দাবির ভিত্তিতে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের INTTUC সভাপতি অশোক সাহা, গ্রামীণ ব্লক INTTUC সভাপতি পরিতোষ বর্মন, ফালাকাটা টাউন ব্লক মহিলা সভাপটি সুতপা ভদ্র, SST সভাপতি নরেন্দ্র নাথ রায় সহ অন্যান্যরা।