বিধায়কের হাত ধরে রাজগঞ্জের ভান্ডাপুরে বিজেপিতে ছেড়ে তৃণমূলে যোগদান করলেন ৩০০ জন
রাজগঞ্জ : রাজগঞ্জ ব্লকের সিকারপুর গ্রাম পঞ্চায়েতের ভান্ডাপুরে বিজেপিতে ছেড়ে তৃণমূলে যোগদান করলেন ৩০০ জন গ্রামবাসী। উন্নয়নের অভাবকে কারণ দেখিয়ে প্রায় ৩০০ জন বিজেপি ছেড়ে যোগ দিল তৃণমূল কংগ্রেসে। সোমবার রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায় দলবদলকারীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালি দে সরকার, সর্বানি ধারা, মোশাররফ হোসেনসহ আরও অনেকে।
বিধায়ক খগেশ্বর রায় জানান, দলবদলকারীদের মধ্যে একজন প্রাক্তন সেনা কর্মী রয়েছেন, যার নেতৃত্বেই এত বড় সংখ্যক মানুষ বিজেপি ত্যাগ করে তৃণমূলে যোগ দেন। ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি বলেন, “সামনেই বিধানসভা নির্বাচন। রাজগঞ্জের বিভিন্ন এলাকায় সিপিএম ও বিজেপি থেকে বহু মানুষ তৃণমূলে যোগ দিচ্ছেন। এর ফলে আগের চেয়ে অনেক বেশি ভোটে জয় নিশ্চিত হবে।”
প্রাক্তন সেনা কর্মী মনোজ ভুজেল জানান, দীর্ঘদিন ধরে ভান্ডাপুর উন্নয়নের বাইরে ছিল। গ্রামবাসীরা আশা করছেন, এবার তৃণমূল কংগ্রেসে যোগদানের ফলে এলাকায় উন্নয়নের ছোঁয়া আসবে। বিশেষ করে এখানকার রাস্তা, গ্রামের রাস্তা যাতে পাকা হয় তাই সবাই মিলে আমরা তৃণমূল কংগ্রেসের যোগদান করলাম।

