বিধি-বিধান পরিবর্তন প্রচেষ্টার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন বাংলাদেশে

নিউজ ডেস্ক, বাংলাদেশ: ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে হিন্দু শাস্ত্রীয় বিধি-বিধান পরিবর্তন প্রচেষ্টার প্রতিবাদে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। হিন্দু আইন পরিবর্তন ও প্রতিরোধ সম্মিলিত পরিষদের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের একটি সম্মিলিত জোট এই সাংবাদিক সম্মেলনে অংশ গ্রহন করে। উক্ত সাংবাদিক সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট এর সিনিয়র এ্যাডভোকেট ড. জে. কে. পাল। হিন্দু আইনজীবি পরিষদের সভাপতি এ্যাডভোকেট সুমন কুমার রায় জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির সভাপতি অধ্যাপক হিরেন্দ্রনাথ বিশ্বাস, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের রুপানুগ গৌর দাস ব্রহ্মচারী প্রনব মঠের সংগীতানন্দ মহারাজ, এ্যাডভোকেট জয়া ভট্টাচার্য , দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক সুভাষ বড়াল,জাগো হিন্দু পরিষদের সভাপতি অধ্যাপক সঞ্জয় বনিক সহ প্রায় ৪৫ টি সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন । নেতৃবৃন্দ হিন্দু শাস্ত্রীয় বিধি- বিধান পরিবর্তন প্রচেষ্টার তীব্র নিন্দা ও ক্ষোভ জানান। সনাতনী সমাজে বিবাহ চুক্তি নয়, এটা একটি পবিত্র ব্রত। এখানে দেবতাকে সাক্ষী রেখে বেদমন্ত্রের উচ্চারণের ঐশীবন্ধনে আবদ্ধ। হিন্দু সম্প্রদায় যুগ যুগ ধরে সম্প্রীতিপূর্ন পারিবারিক বন্ধনে শান্তিতে ঘর সংসার করে অাসছে। কোন বিবাদ নেই বিবাহ বিচ্ছেদ নেই, কোন কলহ নেই। কিন্তু কিছু মহল গভীর ভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ২০১১ সালের ২৬ শে জুন অাইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির অাহবানে সনাতন ধর্মীয় সম্মিলিত পরিষদের ৩ সদস্য বিশিষ্ট প্রতিনিধিবৃন্দ কমিটির চেয়ারম্যান প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত-র সাথে বৈঠকে বসেন। বৈঠকে সিদ্ধান্ত হয় অাগে শাস্ত্রীয় নিয়মে বিবাহ সম্পন্ন হবে। কিন্তু কিছু কুচক্রী মহল হিন্দু আইন পরিবর্তনে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। মানুষের জন্য ফাউন্ডেশন এর পরিচালক শাহিন অানাম এবং তাকে সহায়তাকারী তার স্বামী মাহফুজ আনাম ও বাচতে শেখার পরিচালক এঞ্জেলা গোমেজ সনাতন ধর্মাবলম্বী ও হিন্দু সম্প্রদায়ের শাস্ত্রীয় বিধি -বিধান পরিবর্তন প্রচেষ্টা র মাধ্যমে হিন্দুদের মধ্যে বিভেদ সৃষ্টি করা, সরকারের বিরুদ্ধে দাড় করিয়ে দেয়া ও সর্বোপরি দেশের শান্তি বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত থাকায় তাদের বিরুদ্ধে অাইনগত ব্যবস্থা গ্রহন করার দাবী জানান। হিন্দু শাস্ত্রীয় বিধি বিধান ও অশুভ হস্তক্ষেপ করা থেকে বিরত থাকুন। স্বার্থান্বেষী মহল কতিপয় এনজিও হিন্দু স্বার্থবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে যথোচিত পদক্ষেপ গ্রহন না করলে সম্মিলিত পরিষদের অান্দোলন চলমান থাকবে বলে জানিয়ে দিলেন সংগঠনের সম্মিলিত জোট। তারপর সকলের মঙ্গলকামনা করে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *